Friday 14 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি তাকামলের সঙ্গে প্রবাসী সচিবের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৫ ১০:১৮

সৌদি তাকামলের সঙ্গে প্রবাসী সচিবের বৈঠক

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বৃহস্পতিবার রিয়াদে সৌদি তাকামল হোল্ডিংয়ের প্রধান কার্যালয়ে বৈঠক করেছেন। বৈঠকে তাকামল পেশাগত স্বীকৃতি কর্মসূচির বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, সৌদি আরবে দক্ষ কর্মী পাঠাতে বিএমইটি ও তাকামল যৌথভাবে কাজ করছে। বিএমইটির সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং উত্তীর্ণদের সনদ দেওয়া হচ্ছে। গত অক্টোবর মাসে ৫১ হাজার ৬৫৩ জন কর্মীর দক্ষতা পরীক্ষা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিএমইটির সক্ষমতা বৃদ্ধিতে মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। তিনি জানান, সৌদি আরবে ওয়ার্ক ভিসায় প্রবেশের ক্ষেত্রে তাকামলের দক্ষতা যাচাই সনদ এখন বাধ্যতামূলক। বর্তমানে ৯০ শতাংশ বিদেশি কর্মী এই সনদ নিয়ে সৌদি আরবে প্রবেশ করছেন। দ্রুতই এই হার ১০০ শতাংশে উন্নীত করা হবে।

বৈঠকে সিনিয়র সচিব জানান, সৌদি আরবে যেতে ইচ্ছুক অধিকাংশ শ্রমিক অর্থনৈতিকভাবে অস্বচ্ছল। পরীক্ষার ফি বাবদ ৫০ ডলার এবং অনুত্তীর্ণ হলে পুনরায় আরও ৫০ ডলার দেওয়া তাদের জন্য কঠিন। তাই অনুত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয়বারের পরীক্ষার ফি মওকুফের অনুরোধ জানান তিনি। এ বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয় তাকামল।

এ ছাড়া সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণসহ রিস্কিলিং ও আপস্কিলিং কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাসরিন কাউসার চৌধুরী, বোয়েসেলের এমডি মো. সাইফুল ইসলাম এবং সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর