ঢাকা: আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গণভোট আইন খুব দ্রুত করা হবে—আগামী তিন-চার কার্যদিবসের মধ্যেই হয়ে যাবে।’
তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে সাম্প্রতিক আদালতের রায়কে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে আসিফ নজরুল বলেন, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অতীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু প্রশ্নবিদ্ধ রায়ের মাধ্যমে তা অবৈধ ঘোষণা করা হয় এবং পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়।
তিনি বলেন, ‘‘মাসখানেক আগের রায়ে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক সাহেবের দেওয়া সেই প্রশ্নবিদ্ধ রায় ‘তত্ত্বাবধায়ক সরকার অবৈধ’ বাতিল হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে। এটি কার্যকর হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে। কারণ সংসদ ভেঙে যাওয়ার পরই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।’’
উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, নতুন সংসদ ভেঙে যাওয়ার ১৫ দিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি।