Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে তিন এমওইউ সই হতে পারে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১৮:৫৮ | আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ২১:০৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন।

ঢাকা: ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের তিন দিনের ঢাকা সফরে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ, বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং কৃষি সহযোগিতা—এই তিন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী শনিবার (২২ নভেম্বর) ঢাকা আসছেন। ওই দিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হবে। এরপর দুই সরকারপ্রধানের একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আলোচনা করা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।

সফরের দ্বিতীয় দিন রোববার রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ত্রিদেশীয় চুক্তি এবং বাংলাদেশিদের ট্রাভেল ট্যাক্স কমানোর বিষয়েও আলোচনায় আসবে বলে জানান পররাষ্ট্র সচিব।

দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, ভুটানের সফরসংক্রান্ত সংবাদ সম্মেলনে দ্বিপাক্ষিক আলোচনার বাইরের কোনো বিষয়ে মন্তব্য করা শোভন নয়। আঞ্চলিক আলোচনা বলতে সার্ক ও বিমসটেক-সম্পর্কিত বিষয়কেই বোঝানো হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে ২২-২৪ নভেম্বর শেরিং তোবগে বাংলাদেশ সফর করবেন এবং আগামী সোমবার (২৪ নভেম্বর) ঢাকা ত্যাগ করবেন। সফরকালীন তাঁকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর