Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৯:২৬ | আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ২০:১০

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বৈঠক করেছেন।

ঢাকা: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেছেন। শনিবার (২২ নভেম্বর) দিনের শুরুতে দুই নেতা একান্ত বৈঠকে বসেন, পরে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের টাইগেটে ভুটানের প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ইউনূস। এসময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার সংক্ষিপ্ত আলাপ হয়। এসময় তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরবর্তীতে তাকে অস্থায়ী অভিবাদন মঞ্চে নেওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সেখান থেকে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন। সেখানে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করার কর্মসূচি রয়েছে তার।

বিকেলে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা এম. তৌহিদ হোসেন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর