Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবির নির্বাচনি প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন করলেন সিইসি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১২:২০

বিজিবির নির্বাচনি প্রস্তুতি পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন সিইসি এ. এম. এম. নাসির উদ্দীন।

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্বাচনি প্রস্তুতি পরিদর্শন ও বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দীন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে তিনি রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দফতরে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নির্বাচন কমিশনারবৃন্দ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি নির্বাচন পরিচালনায় বিজিবির পেশাদারিত্ব, নিষ্ঠা ও সর্বোচ্চ প্রস্তুতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পরে সিইসি বিজিবি সদর দফতরের শহিদ শাকিল আহমেদ হলে বিভিন্ন পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এতে বিজিবি মহাপরিচালক, সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর, ব্যাটালিয়ন ও অন্যান্য ইউনিট ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিল।

মতবিনিময়সভায় সিইসি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের উদ্দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্ভয় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং তাদের পেশাদারিত্বের প্রশংসা করেন।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে বিজিবির মোট ১,২১০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া দেশের সব উপজেলায় বিজিবি দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ১১৫ উপজেলার মধ্যে ৬০টিতে বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।