Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনা ও কামালকে ফেরাতে পাঠানো চিঠির উত্তর এখনো আসেনি’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৬:২৭ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ১৯:১৭

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন – (ফাইল ছবি : সংগৃহীত)

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানো চিঠির এখনো কোনো জবাব পাওয়া যায়নি। এত দ্রুতই যে উত্তর আসবে, তেমন প্রত্যাশাও নেই বলে তিনি মন্তব্য করেন।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগের চিঠির উত্তর এখনো পাইনি। তাই খুব শিগগিরই উত্তর পাওয়া যাবে— এমন আশা করি না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমা রাষ্ট্রগুলোর কোনো চাপ আছে কিনা— এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার জানা মতে পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো চাপ নেই।’

বিজ্ঞাপন

ভারত আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চাইলে অনুমতি দেওয়া হবে কিনা— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।’

এয়ারবাস না কিনলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে— এমন আশঙ্কা সম্পর্কে তিনি বলেন, ‘এয়ারবাস না কিনলে ইইউয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে— এটি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর