ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি জানিয়েছেন, এবারের ভোটে ইইউ’র বড় একটি প্রতিনিধি দল পর্যবেক্ষণে থাকবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাইকেল মিলার বলেন, ‘যারা আগের নির্বাচনে ভোট দিতে যাননি, তাদের কেন্দ্রে আনা এবারের চ্যালেঞ্জ। ইইউ সময় মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের সমর্থন করে। এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ।’
তিনি আরও বলেন, ‘সংসদ ও গণভোট একসাথে পরিচালনার লক্ষ্যে ইসির মহড়া দেখার সুযোগ পেয়েছেন। নির্বাচন কমিশনের প্রাক-প্রস্তুতি দেখে আমি অভিভূত। সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ বিবেচনায় তা করা হয়েছে। ইসির সক্ষমতা ও অঙ্গীকার প্রশংসনীয়।’
মাইকেল মিলার জানান, ইউরোপীয় ইউনিয়ন ২০২৬ সালের এই বড় নির্বাচনে একটি বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে এবং এবারও বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।