Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে চাইলে ব্যবস্থা নেবে সরকার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: বিএন‌পির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর প্রয়োজন হলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দল বা পরিবারের সিদ্ধান্ত থাকলে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে।

তৌহিদ হোসেন জানান, বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও দেশে ফেরার জন্য ট্রাভেল পাস চাননি। চাইলে তাকে ট্রাভেল পাস ইস্যু করা হবে। তবে তার ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর