Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমকর্মীদের জন্য ইসির প্রথম নির্বাচনি প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১১:১১

আগারগাঁওয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো সাংবাদিকদের জন্য নির্বাচন-সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দিনব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ইটিআই মহাপরিচালক মেহাম্মদ হাসানুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় এবং নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আরএফইডির সভাপতি কাজী জেবেল জানান, চারদিনব্যাপী এই কর্মসূচিতে মোট ২২০ জন সাংবাদিক অংশ নেবেন। অংশগ্রহণকারীদের বেশিরভাগই নির্বাচন কমিশন বিটে দায়িত্ব পালনকারী সাংবাদিক।

তিনি বলেন, ‘আসন্ন নির্বাচনের আগে এই প্রশিক্ষণের মূল লক্ষ্য—সংবাদকর্মীদের নির্বাচন প্রক্রিয়া, আইন, বিধিমালা ও নীতিমালা সম্পর্কে গভীর ধারণা দেওয়া এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও মানসম্মত নির্বাচন কাভারেজ নিশ্চিত করা।’

আজ শুরু হওয়া এই প্রশিক্ষণ আগামী ৭ ডিসেম্বর শেষ হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর