Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তফসিল নিয়ে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৯

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ ডিসেম্বর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের এক সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের দু-এক দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হতে পারে। প্রথা অনুযায়ী তফসিল চূড়ান্ত করার আগে কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আরপিওর সর্বশেষ সংশোধনী অনুমোদন পেয়েছে এবং নির্বাচন আয়োজনের সব প্রস্তুতিই প্রায় শেষ। তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরই তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আগামী রোববার (৭ ডিসেম্বর) কমিশন সভায় তফসিলের দিনক্ষণ পর্যালোচনা করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর নির্ধারিত দিনে সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর