ঢাকা: দেশে যখনই ন্যায়বিচার ও গণতন্ত্রের আন্দোলন হয়েছে, তখনই তরুণরাই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে— মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সংকটময় মুহূর্তে তরুণরাই এগিয়ে এসে দেশকে উদ্ধার করেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, মহান জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বীরত্ব দেখিয়েছে তা গর্বের বিষয়। তবে এটি কোনো নতুন ঘটনা নয়— দেশের ন্যায়বিচার ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে তরুণরা সবসময়ই ছিল।
তিনি বলেন, ‘এখানে সমবেত হয়ে শিক্ষার্থীরা প্রমাণ করেছে— তারা শুধু অধিকার রক্ষায় নয়, আদালত কক্ষ ও আন্তর্জাতিক অঙ্গনেও ন্যায়বিচারের পক্ষে সোচ্চার হতে সক্ষম।’
ড. আসিফ আরও জানান, এ বছর ৫২টি বিশ্ববিদ্যালয় জেসাপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা জাতীয় আবেগ ও আন্তর্জাতিক আইনচর্চায় তরুণদের আগ্রহের প্রতিফলন। বর্তমানে জেসাপ বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম জেসাপ কোয়ালিফায়ার।
তার ভাষ্য, জেসাপ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি কঠোর গবেষণা, স্পষ্ট লেখা, প্ররোচনামূলক অ্যাডভোকেসি এবং কার্যকর দলগত দক্ষতা তৈরি করে।
তিনি আশা প্রকাশ করেন, কর্মশালাটি তরুণদের দক্ষতা আরও বাড়াবে এবং ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি তাদের অঙ্গীকারকে দৃঢ় করবে।