Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইজিপি বাহারুল আলমকে অব্যাহতির দাবিতে প্রধান উপদেষ্টাকে চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৪:২৬

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম উঠে আসায় বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলমকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু। শনিবার (৬ ডিসেম্বর) এ বিষয়ে তিনি ডাকযোগে প্রধান উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান।

চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশের ইতিহাসের অন্যতম শোকাবহ বিডিআর হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ বহু সদস্য নৃশংসভাবে নিহত হওয়ার ঘটনাটি এখনও জাতির গভীর বেদনার অধ্যায়। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম উঠে আসায় ন্যায়বিচারের প্রত্যাশা, জনআস্থা ও তদন্তের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এসএম জুলফিকার আলী বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে থাকা একজন কর্মকর্তার নাম এমন একটি সংবেদনশীল তদন্তে উঠে আসা অত্যন্ত উদ্বেগজনক। গুরুতর অভিযোগের মুখে সংশ্লিষ্ট ব্যক্তির দায়িত্বে বহাল থাকা তদন্তের স্বচ্ছতা ও স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করতে পারে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের আস্থা পুনরুদ্ধার করা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য। এমন পরিস্থিতিতে তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম থাকা সত্ত্বেও একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্বে বহাল রাখা জনমনে প্রশ্নের জন্ম দিচ্ছে।

জুলফিকার আলী দাবি করেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে নাম আসার পর আইজিপি বাহারুল আলমকে দ্রুত পদ থেকে অব্যাহতি বা সাময়িক বরখাস্ত করা জরুরি। পাশাপাশি মামলার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তার ভূমিকা ও দায় নির্ণয়ের আহ্বান জানান তিনি।

এ ছাড়া, স্বাধীন তদন্ত কমিশনের সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়নে সরকারের তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তিনি, যাতে রাষ্ট্র ও জনগণ ন্যায়বিচারের বাস্তব প্রতিফলন দেখতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর