Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন প্রক্রিয়া বিকৃত করতে চাওয়া কেউ সুযোগ পাবে না: ফাওজুল কবির খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫৩

সড়ক পরিবহন, সেতু ও বিদ্যুৎ–জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি: সারাবাংলা

নরসিংদী: সড়ক পরিবহন, সেতু ও বিদ্যুৎ–জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, যারা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ বা বিকৃত করতে চায়, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন করুন, যে বিজয়ী হবে আমরা তাদের পাশে দাঁড়াবো।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কেজি গুপ্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে পাঁচদোনা–ডাঙ্গা সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৯ কিলোমিটার দীর্ঘ ৬ লেনের এই সড়কটি মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত বীর প্রতিক সিরাজ উদ্দিন আহমদ (নেভাল সিরাজ) নামে উৎসর্গ করা হয়েছে।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতিক ফারুক ই-আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ অন্যান্যরা।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই-আজম বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করা চলবে না। ঐক্যবদ্ধ হলেই সত্যিকারের মুক্তি সম্ভব। আদালতের রায়ের মধ্য দিয়ে কিছু দীর্ঘস্থায়ী সমস্যা সমাধান হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর