Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএলও কনভেনশন অনুসমর্থনে ইইউয়ের অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৩:০৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৪:১২

ঢাকা: আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোববার (৭ ডিসেম্বর) এক বার্তায় ইইউ জানিয়েছে, এই কনভেনশনগুলো শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা এবং সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা নতুন শ্রম আইন সংশোধনের সঙ্গে সরকারের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

ইইউ বলেছে, এই পদক্ষেপগুলি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে শক্তিশালী করছে এবং ইউরোপীয় বিনিয়োগকারী ও ভোক্তাদের কাছে মূল্যবান হিসেবে প্রতীয়মান হচ্ছে। এছাড়া, এটি ইউরোপে বাংলাদেশের নাগরিকদের অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের সুযোগ নিশ্চিত করতে সহায়ক।

বিজ্ঞাপন

ইইউ আরও জানিয়েছে, তারা এই বাস্তবায়নে সহায়তা করবে এবং বাংলাদেশের অংশীদারদের সঙ্গে কাজ করবে যাতে ২০২৬ সালের নির্বাচনের পরও পরবর্তী সংসদ এই অগ্রগতি নিশ্চিত করতে পারে এবং এগিয়ে নিয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

কেমন গেল রিশাদের বিগ ব্যাশ মিশন?
২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর