Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯

ঢাকা: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ ১০–১১ ডিসেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। ২০১২ সাল থেকে শুরু হওয়া এই সংলাপের এবারের আয়োজন ১২তম।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উভয় দেশের সামরিক প্রতিনিধি দল এই সংলাপে অংশগ্রহণ করবে। প্রতিরক্ষা সংলাপ দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এসময় সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

সংলাপে বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মহড়া, কর্মশালা ইত্যাদি বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আলী হায়দার সিদ্দিকী, আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন ব্রিগেডিয়ার জেনারেল সারাহ রুস।

উক্ত সংলাপে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ডসহ বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন। সংলাপের মাধ্যমে উভয় দেশের সামরিক সহযোগিতা উন্নত হবে এবং পারস্পরিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর