Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১১:০৯

‎ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আজ।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

‎তিনি জানান, ইসির ১০টি প্রশাসনিক অঞ্চলে এখন পর্যন্ত তিন হাজার ১৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এর বিপরীতে মনোনয়নপত্র দাখিলে করেছেন ১৬৬ জন। এবার মনোনয়ন জমা দিতে মোট ১৮ দিন সময় পেয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।

বিজ্ঞাপন

‎ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমার সময় বাড়ানোর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্র বলছে, সব দল যদি এসে তফসিলের সময় বাড়ানোর আবেদন করে, তখন বিবেচনা করবে নির্বাচন কমিশন। তার আগ পর্যন্ত আগের সময়সূচি বহাল থাকবে।

‎দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিলে যা যা লাগবে:

  • ‎‎দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলের সভাপতি/সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংযুক্ত করতে হবে।
  • ‎‎স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের মোট ভোটারের অন্তত ১ শতাংশের সমর্থনযুক্ত স্বাক্ষর তালিকা নির্ধারিত ছকে জমা দিতে হবে (আগে সংসদ সদস্য নির্বাচিত না হলে)।
  • ‎‎মনোনয়নপত্র সংগ্রহকারী পূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে, তার পক্ষে কাগজপত্র দাখিল করতে হবে।
  • ‎‎জামানত বাবদ ৫০ হাজার টাকা ব্যাংক ড্রাফ্‌ট/পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার প্রমাণপত্র সংযুক্ত করতে হবে।
  • ‎‎নির্বাচনি ব্যয়ের সম্ভাব্য উৎস, সম্পদ ও দায় এবং বার্ষিক আয়-ব্যয়ের বিবরণী (ফরম–২০ ও ২১) এবং হলফনামা ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে দাখিল করতে হবে।
  • ‎মনোনয়নপত্র পূরণ করে প্রার্থী, ওই আসনের প্রস্তাবকারী এবং সমর্থনকারীর স্বাক্ষর থাকতে হবে।
  • ‎‎মনোনয়নপত্রের ৩ সেট জমা দিতে হবে, এক সেট মূলকপি এবং দুই সেট এ ফোর সাইজ ফটোকপি।
  • ‎সর্বশেষ আয়কর রিটার্নের কপি, আয়কর পরিশোধের প্রমাণপত্র এবং সম্পদের বিবরণী (আইটি–১০ বি) সত্যায়িত কপি দিতে হবে।
  • ‎তিন কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
  • ‎প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ভোটার তালিকার সংশ্লিষ্ট পৃষ্ঠার কপি সংযুক্ত করতে হবে।
  • ‎সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি মনোনয়নপত্রের সঙ্গে দিতে হবে।
  • ‎‎নির্বাচনি এজেন্ট নিয়োগ করলে তার নামে অথবা এজেন্ট না থাকলে প্রার্থীর নামে নির্দিষ্ট ব্যাংক হিসাব খুলে সেখান থেকে সব নির্বাচনি ব্যয় পরিচালনা করতে হবে।
  • ‎‎মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীসহ পাঁচজনের বেশি ব্যক্তি উপস্থিত থাকতে পারবেন না।

‎উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ‎এরপর ১৮ ডিসেম্বর তফসিলসংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুই দিন কমিয়ে, আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।

‎প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালানোর সুযোগ পাবেন।

‎আগামী ১২ ফেব্রুয়ারি বিরতিহীনভাবে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।‎

সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর