Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়েছে শীতের প্রকোপ, থাকবে আরও তিন-চার দিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:২২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৬

ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানীসহ সারাদেশে শীতের প্রকোপ আরও বেড়েছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ থেকে আসা শীতল বায়ুপ্রবাহের কারণে দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে এসেছে। এ পরিস্থিতিতে আগামী তিন থেকে চার দিন সারাদেশে ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে।

রোববার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা স্থায়ী থাকছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

আবহাওয়াবিদরা বলছেন, বাতাসের গতিবেগ বাড়লে এবং তাপমাত্রার পার্থক্য বাড়লে কুয়াশার ঘনত্ব কিছুটা কমতে পারে। তবে আপাতত শীত ও কুয়াশার এই পরিস্থিতি আরও কয়েক দিন বজায় থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর