Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ার ভিসা আবেদনে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৭:১৫

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকাস্থ ইন্দোনেশিয়ান দূতাবাস রোববার (৪ জানুয়া‌রি) থেকে ভিসা আবেদনের জন্য নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু কর‌ছে।

বুধবার (৩১ ডি‌সেম্বর) ঢাকার ইন্দোনেশিয়ান দূতাবাস এক ঘোষণায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, দূতাবাস ৪ জানুয়ারি থেকে ভিসা আবেদনের জন্য একটি নতুন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বাস্তবায়ন করবে।

আবেদনকারীদের লিঙ্কের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।

নতুন অনলাইন ভিসা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম এরই মধ্যে চালু হয়েছে এবং আবেদনকারীরা আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে পারবেন। সমস্ত প্রয়োজনীয় নথি এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ) একই লিঙ্কে পাওয়া যাবে। এ ছাড়া, ওয়াক ইন ভিসা আবেদন স্থায়ীভাবে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/এইচআই
বিজ্ঞাপন

শামীমের ৪৩ বলে ৮১, তবু হারল ঢাকা
১ জানুয়ারি ২০২৬ ১৭:১২

আরো

সম্পর্কিত খবর