Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খ্যাতিমান ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৪:১৩ | আপডেট: ২ জানুয়ারি ২০২৬ ১৪:১৫

চট্টগ্রাম: একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান ছড়াকার সুকুমার বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামসহ দেশের সাহিত্য অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

সুকুমার বড়ুয়ার মেয়ে অঞ্জনা বড়ুয়া জানান, ৮৮ বছর বয়সী তার বাবা বার্ধক্যজনিত নানা অসুস্থতায় আক্রান্ত ছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম নেন। ১৯৬২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি জীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসরে যান।

বিজ্ঞাপন

ষাটের দশক থেকেই তার লেখা ছড়া সংবাদপত্রে প্রকাশিত হতে থাকে। পাঠকের কাছে একসময় ছন্দের জাদুকর হিসেবে খ্যাতি লাভ করেন।

প্রায় ৬০ বছর ধরে ছড়া লিখে গেছেন সুকুমার বড়ুয়া। পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া, শতক, নদীর খেলা, ছোটোদের হাট, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়া সম্ভার (২ খণ্ড), যুক্তবর্ণ, ‘চন্দনার পাঠশালা’, ‘জীবনের ভেতরে বাইরে’ সুকুমার বড়ুয়ার উল্লেখযোগ্য ছড়ার বই।

সাহিত্যে অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর