Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) ড. কামাল হোসেনকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন ফুসফুসের সমস্যায় ভুগছেন। তার রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন সর্বশেষ বুধবার (৩১ ডিসেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়েছিলেন। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর