ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের শেষ দিন আজ। রোববার (৪ জানুয়ারি) সারা দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এ কার্যক্রম শেষে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে সে সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
এরইমধ্যে আপিল করার সঠিক পদ্ধতি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা আপিল শুনানি নিয়ে সিদ্ধান্ত দেবেন।
তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে, ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৬১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, ৮১ জনের মনোনয়ন বাতিল হয়েছে এবং একজনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এছাড়া একজন প্রার্থী এরইমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের লিখিত আদেশের কপি দেওয়া হচ্ছে। তিনি জানান, ওই আদেশের কপি সত্যায়িত করে নির্বাচন কমিশনে আপিল করলে বিষয়টি পুনরায় যাচাই করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশের ৩০০ নির্বাচনি এলাকায় মোট ২ হাজার ৫৬৯টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।