Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা চতুর্থ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ১৩:০৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণের তালিকায় আবারও উপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

রোববার (৪ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের (IQAir) তথ্যানুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মেগাসিটি ঢাকা। এর আগে, শনিবার (৩ জানুয়ারি) এই স্কোর ছিল ১৬৩, অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে ঢাকার বাতাসের মানের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।

শীর্ষে ভারতের দুই শহর আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ভারতের কলকাতা, যার স্কোর ২৩২। ২৩১ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি। উভয় শহরের বায়ুমানই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া ১৬৭ স্কোর নিয়ে ভারতের মুম্বাই শহরটি তালিকার সপ্তম স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি (স্কোর ১৯৮)। দেশটির ঐতিহাসিক শহর লাহোর ১৬২ স্কোর নিয়ে রয়েছে অষ্টম স্থানে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ভিয়েতনামের হেনোই ১৭৯ স্কোর নিয়ে ষষ্ঠ এবং চীনের হাংজু (১৬৪) ও উহান (১৫৬) যথাক্রমে নবম ও দশম অবস্থানে রয়েছে। এ ছাড়া ইউরোপের দেশ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সারাজেভো ১৭৯ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা বায়ুমান বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একিউআই (AQI) স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ঢাকার বর্তমান অবস্থা এই ক্যাটাগরিতেই পড়ছে। তবে স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে গেলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বাতাসের মান এমন ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় থাকলে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে বের হওয়া সীমিত রাখা উচিত। সাধারণ নাগরিকদেরও বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সারাবাংলা/এফএন/ইআ