Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবককে নির্যাতনে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ২৩:৫৫ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ০৩:২৬

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার জহুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে রবিউল ইসলাম রবু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার।

রোববার (৪ জানুয়ারি) ভোরে জহুরপুর সীমান্তের ওপারে ভারতের ভেতরে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতের জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

নিহতের মা সেফালি বেগম অভিযোগ করে বলেন, ‘শনিবার বিকেলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে জানতে পারি, বিএসএফের গুলিতে সে মারা গেছে। পরে শুনি, আমার ছেলেকে ধরে নিয়ে মারধর করে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

বিজ্ঞাপন

এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, শনিবার রাতে রবিউল ইসলামসহ পাঁচ থেকে ছয় জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রবিউল ইসলাম পালাতে পারেননি।

তিনি আরও জানান, বিএসএফ রবিউলকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে জানিয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্য উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর