Tuesday 06 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৯:১১

ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

ঢাকা: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বার্তাটি প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজিব এম খায়রুল ইসলাম এবং সহকারী প্রেস সচিব নাঈম আলী উপস্থিত থেকে হস্তান্তর করেন। গুলশান কার্যালয়ে তারা কিছু সময় অবস্থান করেন এবং প্রধান উপদেষ্টার শোক ও সমবেদনার বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। একইসঙ্গে পরিবারের সদস্য ও বিএনপি নেতা-কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর