Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুম-খুন আর নয়, রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশনের বার্তা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সংবাদ সম্মেলন।

ঢাকা: দেশে নতুন করে যাতে আর কাউকে গুম-খুনের শিকার হতে না হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গুম কমিশনের সদস্য ড. নুর খান।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে গুম-খুন সংক্রান্ত তদন্ত পরবর্তী চূড়ান্ত প্রতিবেদন দেওয়া প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের ২৫ আগস্ট পর্যন্ত দেশে যত গুম খুন হয়েছে তার বেশিরভাগই রাজনৈতিক নেতাদের করা হয়েছে বলে জানিয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। এরমধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীই বেশি। গুমের শিকার হওয়া ব্যক্তিদের অনেকে ফিরে আসলেও অনেকে এখনো নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন

ড. নুর খান আরও বলেন, ‘আরও অনেকে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। আর এসব করা হয়েছিল মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল ও ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য।’

আরও পড়ুন-র‌্যাবের ২৫ ও পুলিশের ২৩ ভাগ গুমের সঙ্গে জড়িত: কমিশন প্রতিবেদন

নুর খান বলেন, ‘ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর যে যারা সরকার গঠন করবেন তারা যেন বিগত সরকারের মতো গুম-খুনের সঙ্গে জড়িয়ে না পরে। রাজনৈতিক দল বা নেতাদের প্রতিপক্ষ না হয়ে ওঠে। সরকার যেন বাহিনীগুলোকে গুম-খুনে ব্যবহার না করেন। যা আগের সরকার করেছে।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর