Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণভোটের মাধ্যমে গণতান্ত্রিক ভিত্তি সুদৃঢ় হবে: খাদ্য উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৯:০৪ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫৭

কুমিল্লা: দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত একটি প্রজন্মের কথা তুলে ধরে খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘যাদের বয়স এখন ৩০ থেকে ৩৫ বছর, তারা বিগত সময়ে প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এবার গণভোটের মাধ্যমে গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।’

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত ‘দেশের চাবি আপনার হাতে’—সচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে কী অর্জিত হবে এবং ‘না’ ভোট দিলে কী সুযোগ হারাতে হতে পারে—এসব বিষয় স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য। গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠন করা হয়েছে ‘গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম’ সেল।

বিজ্ঞাপন

উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, দীর্ঘ সময় ধরে দেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেই অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের গণতান্ত্রিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।

উপদেষ্টা আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটবে রাষ্ট্র পরিচালনায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান, সদর সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর