Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে করণীয়

‎স্টাফ করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ১৯:০৮ | আপডেট: ৬ জানুয়ারি ২০২৬ ২১:৫২

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোটে নির্বাচন উপলক্ষ্যে একই নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম এক হলে সেক্ষেত্রে করণীয় বিষয়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এ নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

‎এ নির্দেশনায় ইসি জানায়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা (ফরম–৫) প্রস্তুতের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২) অনুযায়ী প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রমে সাজিয়ে তাদের প্রত্যেকের বিপরীতে বরাদ্দকৃত প্রতীক উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন

‎ওই নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোনো নির্বাচনি এলাকায় একাধিক প্রার্থীর নাম একই হয়, তাহলে প্রার্থীর পিতার নাম, স্বামীর নাম বা মাতার নাম বিবেচনায় নিয়ে পৃথকভাবে তালিকাভুক্ত করতে হবে।‎

‎প্রয়োজনে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রতীকের ক্রমানুসারও পর্যায়ক্রমে বিবেচনায় নেওয়া হবে। এই প্রক্রিয়া অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম অন্তর্ভুক্ত করে ফরম–৫ প্রস্তুত ও পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে কমিশন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর