Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতার্তদের মাঝে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ১৮:১২

শীতার্ত ও দুস্থদের মাঝে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ

ঢাকা: দেশের শীতার্ত ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০ পিস কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে কম্বল ক্রয়ের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শীতের শুরুতেই দেশের আট বিভাগের ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ক্রয় ও বিতরণের লক্ষ্যে এসব অর্থ বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয়ের প্রথম পর্যায়ের বরাদ্দের অর্থে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া দ্বিতীয় পর্যায়ের বরাদ্দের অর্থে আরও ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে, যা বর্তমানে শীতার্ত মানুষের মধ্যে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া কম্বল যথাযথভাবে বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সব ধরনের আর্থিক বিধি-বিধান অনুসরণ করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জরুরি ভিত্তিতে ক্রয় কার্যক্রম সম্পন্ন করে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন।

কম্বল ক্রয় ও বিতরণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিবিড়ভাবে তদারকির জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর