ঢাকা: বাংলাদেশ ভারতের কলকাতা, মুম্বাই ও চেন্নাইতে উপ-হাইকমিশনের মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ইস্যু সীমিত করেছে। ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ভিসা স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিরাপত্তার কারণে এবং দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে, ২২ ডিসেম্বর দিল্লি ও ত্রিপুরার আগরতলা হাইকমিশন এবং শিলিগুড়ি ভিসা সেন্টার থেকেও বিভিন্ন ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। এছাড়া আসামের গোহাটিতেও কনস্যুলার সেবা স্থগিত রয়েছে।
কলকাতা উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুধুমাত্র ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা কার্যকর রয়েছে। অন্যান্য সব ভিসা সেবা বন্ধ রাখা হয়েছে।”
একই দিনে মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রায় দেড় শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করে। তারা মিশনের কাছাকাছি গিয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দেয় এবং পুলিশের সঙ্গে সংক্ষিপ্ত ধস্তাধস্তি হয়।
নিরাপত্তার কারণে গত ৫ আগস্টের পর থেকে ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের জন্যও ভিসা সীমিত রয়েছে।