ঢাকা: আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সমন্বয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে একটি সেল স্থাপন করা হয়েছে। ভোটের পরদিন পর্যন্ত এই সমন্বয় সেল চালু থাকবে বলে জানিয়েছে ইসি।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সেল স্থাপন করা হবে। ভোটের সময় দেশের যে কোনো নাগরিক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার সংক্রান্ত অভিযোগ বা তথ্য আইন-শৃঙ্খলা সমন্বয় সেলের পাঁচটি নম্বরে জানাতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমন্বয় সেলে যোগাযোগের নম্বরগুলো হচ্ছে- ০২৫৫০০৭৪৭০, ০২৫৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪, ০২৫৫০০৭৫০৬
তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। নির্বাচনি প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
আইন-শৃঙ্খলার তথ্য ও অভিযোগ জানাতে ইসিতে সমন্বয় সেল স্থাপন
স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৫:২২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
৮ জানুয়ারি ২০২৬ ১৫:২২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৩
সারাবাংলা/এনএল/এএ