Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে নয়, নিরপেক্ষ ভেন্যু হলে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ: তৌহিদ হোসেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৮:০৭ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: ভারতে নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হলে বাংলাদেশ খেলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশি ক্রিকেটারদের ভারত নিরাপত্তা দিতে পারেনি। যারা একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারে না, তারা একটি ক্রিকেট দল বা বাংলাদেশ থেকে যাওয়া দর্শকদের নিরাপত্তা নিয়ে আমরা কীভাবে নিশ্চিত হবে? এ অবস্থায় নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বাংলাদেশ।’

সম্প্রতি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর টি-২০ বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে দল না পাঠানোর পাশাপাশি শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন