Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে চলছে প্রথম দিনের আপিল শুনানি: তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৬:০৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৮:০১

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম । ছবি: সারবাংলা

ঢাকা: মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা আপিল আবেদনের শুনানি চলছে। প্রথম দিনে সকাল থেকে তিন ঘণ্টায় ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ছয়জন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া চারজন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে অতিরিক্ত প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে ইসি। এর আগে, গত ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করেন।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি করে এসব আবেদন নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত রয়েছে ২০ জানুয়ারি। সেদিনই আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর