ঢাকা: দেশের মানুষের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, আপনারা যদি আর কখনও গুম, খুন ও নির্যাতন ফিরে পেতে না চান তাহলে গণভোটের পক্ষে সবাই ভোট দিবেন।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘নাগরিক পদক ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘‘আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, ‘হ্যাঁ ভোট’ দিতে হবে। আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর কখনও মাথা নত করবে না। আমার ওই বাংলাদেশের স্বপ্ন দেখি যেটা আমাদের শহিদরা দেখিয়ে গেছে।’’
তিনি বলেন, ‘আমরা যে বাংলাদেশ চাই সেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা বেশি কিছু করতে পারিনি, তবে যতটুকু করেছি সেটা স্থায়ী করতে পারি। যারা সমানে দায়িত্ব নিবেন, তারা এগিয়ে নিয়ে যাবে দেশকে। অন্যায়ের কাছে কখনও বাংলাদেশ মাথা নত করবে না।’
নাগরিক পদকপ্রাপ্তদের উদ্দেশে আদিলুর রহমান বলেন, ‘আজকে যারা পুরস্কার পেয়েছেন তারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন। এই নগরকে আরও ভালোভাবে কিভাবে গড়ে তোলা যায় সেটি করতে তারা এবং নাগরিকরা সব সময় পাশে থাকবে।’
এদিকে, ৮ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক দেওয়া হয়।
যারা পদক পেয়েছেন তারা হলেন-
স্টার্টআপ ক্যাটাগরিতে আব্দুর রশিদ সোহাগ, ব্যক্তি উদ্যোগ ক্যাটাগরিতে শ্রুতি রানি দে, স্যোশাল মিডিয়া কনটেন্ট নির্মাণ ক্যাটাগরিতে উপলিফট বাংলাদেশ, পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ভাষানটেক স্কুল এন্ড কলেজ, সামাজিক সংগঠন ক্যাটাগরিতে উত্তরা পাবলিক লাইব্রেরি, প্রাণী সুরক্ষা ও প্রাণী অধিকার রক্ষা ক্যাটাগরিতে প ফাউন্ডেশন, এডভোকেসি ক্যাটাগরিতে হওয়া বেগম এবং সর্বোচ্চ করদাতা হিসেবে অবদান রাখায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে নাগরিক পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও গণবুদ্ধিজীবী অধ্যাপক সলিমুল্লাহ খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক মো. মাহমুদুল হাসান।