Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রৌদ্রোজ্জ্বল ঢাকার আকাশ, বেড়েছে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৬ ১৩:৩৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৪:৫৯

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার আকাশ আজ সকাল থেকে রৌদ্রোজ্জ্বল রয়েছে। এর সঙ্গে তাপমাত্রাও সামান্য বেড়েছে।

সোমবার (১২ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রোববার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ সকালে বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩ ডিগ্রিতে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বেলা ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৩০ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৪৪।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর