ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধিতদের তালিকা শতাভাগ যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরীর সই করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, সরকারি কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মকর্তা এবং আইনের আওতাধীন ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করেছেন। ইন্টার কান্ট্রি পোস্টাল ভোটিং (icpv) এবং আউট অব কান্ট্রি ভোটিং (ocv) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নিয়েছে ইসি।
এতে আরও বলা হয়, ভোটারদের মুদ্রিত ছবিসহ ভোটার তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে পিডিএফ কপি ও মুদ্রিত ভোটার তালিকা শতভাগ যাচাই করে মুদ্রিত ভোটার তালিকা সঠিক আছে/ত্রুটিমুক্ত মর্মে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তাদের প্রত্যয়নপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, নিবন্ধিত ভোটারদের ছবিসহ ভোটার তালিকা দুই কপি প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর ছবিসহ ভোটার তালিকার মধ্যে এককপি পোস্টাল ব্যালট গণনাকেন্দ্রে ব্যবহারের জন্য রিটার্নিং অফিসারের কাছে সরবরাহ করতে হবে এবং এককপি ব্যাকআপ হিসেবে সংশ্লিষ্ট সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সংরক্ষিত থাকবে।