Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসীদের জন্য চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ কার্যক্রম: আসিফ নজরুল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৫:০৩ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:১৯

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা: প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান তিনি।

উপদেষ্টা পোস্টে বলেন, ‘প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজকে (মঙ্গলবার) ব্যংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে এই কার্যক্রম চালু করা সম্ভব হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। উনাকে অনেক ধন্যবাদ।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর