ঢাকা: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ৭ম নিয়োগ বিজ্ঞপ্তি (বিশেষ) প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ করাবিষয়ক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনটিআরসিএ থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৬৭ হাজার ২০৮টি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর জন্য অনলাইন আবেদন শুরু হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণসংক্রান্ত নির্দেশনা-
১. একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারণ (Choice) করে দিতে পারবেন। ওই Choice প্রদানের পর কোনো প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন, তবে তাকে e-Application ফরমে প্রদর্শিত ‘Other’ অপশন নামক বক্সে ‘Yes’ ক্লিক করতে হবে। অথবা কোনো প্রার্থী যদি তার Choice বহির্ভূত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না হন, তবে ‘NO’ ক্লিক করতে হবে।
‘Yes’ ক্লিক করলে তিনটি অপশন পাওয়া যাবে। যথা: (১) General (২) Madrasha (৩) Technical। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তিনটি অপশনের যেকোনো একটি অথবা দু’টি অথবা তিনটি অপশনে Choice প্রদান করতে পারবেন। তিনটি অপশনের মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে।
২. প্রার্থীর আবেদনে বর্ণিত Choice–এর পরিপ্রেক্ষিতে প্রার্থীর শূন্য পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল হবে। যদি কোনো প্রার্থী তার Choice অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত না হন এবং তিনি যদি Other Option–এ Yes Click করে থাকেন, সে ক্ষেত্রে শূন্য পদ থাকা সাপেক্ষে প্রার্থীর মেধাক্রম বিবেচনা করে দেশের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্বাচিত হবেন।
৩. কোনো প্রার্থীর যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ের সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ের পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুলপর্যায়ে বিবেচনা করা হবে।
আবেদনের যোগ্যতা
- সংশ্লিষ্ট বিষয় ও পদ অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে।
- শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন হতে হবে।
আবেদনকারীর বয়স
৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
মেয়াদ
নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে তিন বছর।
আবেদন প্রক্রিয়া
ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
১০০০ টাকা।
অনলাইন আবেদনের সময়সীমা
১০ জানুয়ারি-১৭ জানুয়ারি ২০২৬, রাত ১২টা।
আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে। যেসব প্রার্থী শেষ সময়ে আবেদন করার ফলে Application ID পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবেন না, তাদের আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত SMS–এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে।
পদভিত্তিক শূন্য পদের তালিকা, আবেদন ফরম এবং নিয়োগের অন্যান্য শর্তাবলি এনটিআরসিএর ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।