Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরাকে মৃত্যুদণ্ডের রায় থেকে বাংলাদেশি নাগরিকের খালাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২১:০৭ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ২১:০৮

ঢাকা: ইরাকের একটি আদালতে ইরাকি নাগরিক হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি নাগরিক শেষ পর্যন্ত বেকসুর খালাস পেয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইরাকের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরাকের অধঃস্তন আদালত কর্তৃক ইরাকি নাগরিক হত্যার দায়ে তিনজন ইরাকি নাগরিকসহ একজন বাংলাদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ দণ্ডের বিষয়টি দূতাবাস অবগত হওয়ার পর সুপ্রিম কোর্টে দণ্ডের আদেশ পুনর্বিবেচনার জন্য যুক্তিসহ আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে, ইরাকের সুপ্রিম কোর্ট অধঃস্তন আদালতের দণ্ডের আদেশটি পুনর্বিবেচনা করে বাংলাদেশি নাগরিককে বেকসুর খালাস দিয়েছেন এবং অপর তিনজন ইরাকি আসামীর মৃত্যুদণ্ড আদেশ বহাল রেখেছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর