ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১৭ জানুয়ারি প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন সই করা এক চিঠিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পোস্টাল ভোট ব্যবস্থাপনার এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নেবেন।
যারা অংশ নেবেন তারা হলেন-
- বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি)
- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
- সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
- জেলা তথ্য অফিসার এবং
- সহকারী কমিশনার এবং ইসির মাঠ পর্যায়ের ডাটা এন্ট্রি অপারেটর।
মোট ১৪২ জন প্রশিক্ষণার্থীকে মোট ছয়টি ব্যাচে বিভক্ত করে এই কারিগরি ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচন কমিশন আরো জানায়, এবারের নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। প্রশিক্ষণে প্রতিটি ধাপ হাতে-কলমে শেখানো হবে, যার মধ্যে রয়েছে: ডাক বিভাগের মাধ্যমে আসা পোস্টাল ভোটের খাম সঠিকভাবে যাচাই। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কিউআর (QR) কোড স্ক্যান করে তথ্য সংরক্ষণ। স্বয়ংক্রিয়ভাবে ফরম-১২ প্রস্তুতকরণ। এবং অত্যন্ত গোপনীয়তা ও নিরাপত্তার সঙ্গে ভোটগুলো সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তরের পদ্ধতি।
এদিকে, এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন নিবন্ধন করেছেন। এদের মধ্যে দেশে বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
নির্বাচন কমিশন আশা করছে, এই উন্নত প্রশিক্ষণ এবং ডিজিটাল ব্যবস্থাপনার ফলে পোস্টাল ভোটের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হবে।