Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নয়, স্বাভাবিক করার চেষ্টা চলছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ১৭:২১

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন নয়, স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন অন্তবর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তবে দুই দেশের সম্পর্ক আগের তুলনায় অনেকখানিই স্বাভাবিক হয়ে আসছে।

বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সবপক্ষের সঙ্গেই সমভাবে সম্পর্ক রাখতে চায়। বিগত সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ছিল না। সে কারণে বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। বেশকিছু বিষয়ে সম্পর্ক এগিয়ে গেছে। আরও কিছু জায়গায় কাজ করতে হবে। পরিস্থিতির উন্নতি হলে আরও পরিষ্কার হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর দরকার রয়েছে। কারণ, আমাদের সব সরঞ্জাম পুরাতন। সেগুলোর আধুনিকায়নের দরকার রয়েছে। তবে, বাংলাদেশ এমন কিছু করতে যাবে না, যাতে অন্যদের জন্যে সমস্যা তৈরি করে, বা অন্যপক্ষ অখুশি হয়।’

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সামরিক জোটে বাংলাদেশ যোগ দেবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে ভিন্ন ভিন্ন ইস্যুতে একাধিক রাষ্ট্রের মধ্যে জোট হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যদি জোট হয়, তবে বাংলাদশ ভবিষ্যতে বিবেচনা করতে পারে। কারণ, এই অঞ্চলে সার্ক, সাংহাই করপোরেশনের মতো জোট রয়েছে, যাতে পাকিস্তান ও ভারত দুই দেশই সদস্য ।’

তিনি আরও বলেন, ‘গাজায় সৈন্য পাঠানোর বিষয়ে এখনো বাংলাদেশ আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি। কারণ, তিনটি শর্তে বাংলাদেশ সৈন্য পাঠানোর বিষয়ে ইতিবাচক ছিল। সেগুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর