Wednesday 14 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৬ ২১:৫৩

সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা। ছবি: সংগৃহীত

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে আটক ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ঘোষণা করা হয়েছে। ৫৪তম জাতীয় দিবস (ইদ আল ইতিহাদ) উপলক্ষ্যে দেশটির সরকার এই ক্ষমা ঘোষণা করেন।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবে এ ক্ষমার ঘোষণা দেওয়া হয়। এ সময় সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্ব দেশব্যাপী বিভিন্ন দেশের হাজারো বন্দিকে ক্ষমা করে দেয়।

প্রতিবছর ঈদ ও জাতীয় দিবসসহ প্রধান জাতীয় ও ধর্মীয় উৎসব উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডিতদের এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করেন। এর উদ্দেশ্য হলো- ক্ষমাশীলতা, সমাজে পুনরায় একীকরণ ও পারিবারিক পুনর্মিলনকে উৎসাহিত করা।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের শেষের দিকে ক্ষমা কর্মসূচির আওতায় আমিরাত বিপুল সংখ্যক বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও ছিলেন। এতে তারা নিজেদের জীবন পুনর্গঠন এবং পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছেন।

এই উদ্যোগ আমিরাতের শাসকের মানবিক মূল্যবোধ ও সহানুভূতির প্রতি প্রতিশ্রুতিকে জোরালোভাবে তুলে ধরে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ‘ইদ আল ইতিহাদ’ প্রতিবছর ২ ডিসেম্বর পালিত হয়। দিনটিতে ১৯৭১ সালে এক পতাকার অধীনে আমিরাতগুলোর ঐতিহাসিক ঐক্যকে স্মরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর