Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে চলছে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১১:৪৩

‎নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে।

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ৬ষ্ঠ দিনের কার্যক্রম চলছে।

‎বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) এই আপিল শুনানি শুরু হয়।

‎প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনারও আছেন।

জানা গেছে, ‎আজ ৩৮১ থেকে ৪৮০ নম্বর ক্রমিকের আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত পাঁচদিনে আপিলে ২৭৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আবার একজনের প্রার্থিতা বাতিল হয়েছে।

‎উল্লেখ্য, সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন সময়সূচিতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর