বাগেরহাট: ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা. আব্দুল সোবহান সরদার। এর আগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় চালবোঝাই জাহাজটি বন্দরে ভিড়ে।
তিনি জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজে করে ভারত থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে। এরপরেই বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদফতরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক খুলনার এসকে মশিয়ার রহমান।
ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ) রাতের পালা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ কার্যক্রম শুরু হবে।
খালাসকৃত চাল নৌযানে করে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হবে।
চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।
সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা. আব্দুল সোবহান সরদার আরও জানান, সরকারি চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মায়ানমার থেকে মোট ৮ লাখ টন চাল আমদানি করা হবে।