Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির ষষ্ঠ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পেল আরও ৬০ জন

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ২১:২২

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

‎বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে এসব আবেদন মঞ্জুর করা হয়।

‎দিনব্যাপী শুনানি শেষে, ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎শুনানির ফলাফলে দেখা গেছে, ‎মোট শুনানি হয়েছে ১০৪ টি। এর মধ্যে বৈধ ঘোষণা হয়েছে ৬০টি, বাতিল হয়েছে ২৯টি, মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিলে নামঞ্জুর হয়েছে ৫ টি এবং অপেক্ষমাণ রয়েছে ১০টি আবেদন।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রুবার (১৬ জানুয়ারি) ৪৮১ থেকে ৫১০ নম্বর ক্রমিকের আপিলগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি কার্যক্রম চলবে।

‎ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনি প্রচারণা। টানা ১৯ দিন প্রচারণার পর ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় প্রচার শেষ হবে। সবশেষে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর