ঢাকা: জাতীয় সংসদের পাবনা-১ ও পাবনা-২ আসনের সীমানা নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটেছে। সীমানা পুনর্নির্ধারণ করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের জারি করা গেজেটের সীমানা অনুযায়ী এই দুই আসনে নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ হাইকোর্টের আগের আদেশ বাতিল করে লিভ টু আপিল মঞ্জুর করায় এই সিদ্ধান্ত কার্যকর হলো। ফলে ইসিকে আবারও এই দুই আসনের জন্য তফসিল ঘোষণা করতে হয়েছে।
পুনর্নির্ধারিত সীমানা যেমন হবে:
আপিল বিভাগের এই রায়ের পর ৪ সেপ্টেম্বরের গেজেট অনুযায়ী আসন দুটির বিন্যাস হবে নিম্নরূপ:
পাবনা-১: শুধুমাত্র সাঁথিয়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হবে।
পাবনা-২ : সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে এই আসনটি গঠিত হবে।
আইনি লড়াইয়ের প্রেক্ষাপট:
গত বছরের সেপ্টেম্বরে ৩০০ আসনের গেজেট প্রকাশের পর ২৬ ডিসেম্বর হাইকোর্টের এক আদেশে এই দুটি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছিল। সেই আদেশে বেড়া উপজেলার একাংশকে পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত করা হয়েছিল। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন এবং একজন প্রার্থী পৃথক আপিল আবেদন করেন।
সীমানা নিয়ে এই আইনি জটিলতার কারণে গত এক সপ্তাহ এই দুই আসনে ভোটের সব কার্যক্রম স্থগিত ছিল। আপিল বিভাগের সর্বশেষ রায়ের ফলে সেই স্থগিতাদেশ যেমন কাটল, তেমনি সীমানা নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতাও দূর হলো। ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন এখন ইসির মূল গেজেট অনুযায়ীই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে নির্বাচন কমিশন পাবনা ১ ও ২ আসনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করেছে৷
নতুন নির্বাচনি তফসিলের সময়সূচী:
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ: ১৮ জানুয়ারি রোববার।
মনোনয়নপত্র বাছাই: ১৯ জানুয়ারি।
আপিল দায়ের: ২০ থেকে ২৪ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি: ২৫ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ: ২৬ জানুয়ারি।
প্রতীক বরাদ্দ: ২৭ জানুয়ারি।
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি।