Friday 16 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোকসভাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় পতাকা বিক্রির ধুম

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৬ ১৬:০৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৬:১১

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভাকে কেন্দ্র করে ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকায় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। প্রিয় নেত্রীকে স্মরণ করতে দুপুর গড়ানোর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পেশাজীবী ও সাধারণ মানুষ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হতে শুরু করেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, শোকসভাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকার আশপাশে বিভিন্ন রাজনৈতিক স্মারক ও পতাকা বিক্রির ধুম পড়েছে। হকারদের কাছে দেখা গেছে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত নানা আকারের পতাকা, মাথার বেল্ট ও ব্যাজ।

বিজ্ঞাপন

এমনই একজন বিক্রেতা মজিবুল। তিনি জানান, আজ সকাল থেকেই তার বিক্রি অনেক ভালো। মজিবুল বলেন, ‘মানুষের মাঝে আবেগ অনেক বেশি। বিশেষ করে বড় পতাকা আর তারেক রহমানের ছবি দেওয়া বেল্টগুলোর চাহিদা সবচেয়ে বেশি। শোকের দিন হলেও প্রিয় নেতাদের ছবি স্মারক হিসেবে সাথে রাখতে চাইছেন সবাই।’

শোকসভায় যোগ দিতে আসা তরিকুল ইসলাম নামে একজন ব্যবসায়ী বলেন, নিজের ও পরিবারের জন্য কয়েকটি পতাকা ও ব্যাজ কিনছিলেন। তিনি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আমাদের হৃদয়ে আছেন। তাকে হারানোর শোক কাটানো সম্ভব নয়। আজ আমরা এখানে এসেছি তাকে শ্রদ্ধা জানাতে। এই পতাকা আর ব্যাজগুলো কেবল স্মারক নয়, এগুলো আমাদের আন্দোলনের প্রেরণা।’

বিকেল ২টা ৩০ মিনিটে শোকসভা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও, তার অনেক আগেই দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আগতদের নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় স্বেচ্ছাসেবকদেরও তৎপর থাকতে দেখা গেছে।

বিজ্ঞাপন

জোট ছাড়ল ইসলামী আন্দোলন
১৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪৩

আরো

সম্পর্কিত খবর