ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে এসব প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় ইসির জনসংযোগ অধিশাখার পরিচালক মো. রহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজকের শুনানির সারসংক্ষেপ:
আজকের শুনানিতে মোট ৪৩টি আবেদনের ওপর শুনানি করা হয়।
মঞ্জুরীকৃত আপিল: ১৮টি (এসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে)।
না-মঞ্জুরীকৃত আপিল: ১৭টি (এসব প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে)।
অপেক্ষমাণ: ৪টি আবেদনের সিদ্ধান্ত আপাতত অপেক্ষমাণ রাখা হয়েছে।
অন্যান্য: এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা ৪টি আপিল না-মঞ্জুর করা হয়েছে।
শনিবারের কর্মসূচি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির পরবর্তী কার্যক্রম চলবে। এদিন ৫১১ থেকে ৬১০ নম্বর ক্রমিকের আপিলগুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম মল্লিক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে শুনানির এই সর্বশেষ চিত্র তুলে ধরা হয়।