ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিন আজ।
রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত শুনানির কার্যক্রম চলবে।
আজকের দিনের কার্যক্রম
জানা গেছে, গত আট দিনে শুনানির মাধ্যমে এ পর্যন্ত ৪০০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আপিল বর্তমানে স্থগিত রয়েছে। আজ অবশিষ্ট ৬৫টি আবেদনের শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।
অষ্টম দিনের কার্যক্রম
শনিবার (১৭ জানুয়ারি) শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে:
মঞ্জুর: ৪৫টি আবেদন (বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২টি)।
নামঞ্জুর: ৩৭টি আবেদন (বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২৪টি)।
প্রত্যাহার: ৯টি আবেদন।
অপেক্ষমাণ: ১৯টি আবেদন।
অনুপস্থিত: ২ জন আপিলকারী।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটার পরিসংখ্যান
ইসি প্রকাশিত ৩০০ আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী:
মোট ভোটার: ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।
পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন।
নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন।
তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।
ইসিতে শেষ দিনের আপিল শুনানি চলছে
স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:০৯
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:০৯
সারাবাংলা/এনএল/এএ