Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিতে শেষ দিনের আপিল শুনানি চলছে

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ১৩:০৯

ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল শুনানির শেষ দিন আজ।

‎রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত শুনানির কার্যক্রম চলবে।

‎আজকের দিনের কার্যক্রম

জানা গেছে, গত আট দিনে শুনানির মাধ্যমে এ পর্যন্ত ৪০০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিপরীতে বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আপিল বর্তমানে স্থগিত রয়েছে। আজ অবশিষ্ট ৬৫টি আবেদনের শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিশন।

‎অষ্টম দিনের কার্যক্রম

শনিবার (১৭ জানুয়ারি) শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে:

‎মঞ্জুর: ৪৫টি আবেদন (বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২টি)।

‎নামঞ্জুর: ৩৭টি আবেদন (বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং গ্রহণের বিরুদ্ধে ২৪টি)।

‎প্রত্যাহার: ৯টি আবেদন।

‎অপেক্ষমাণ: ১৯টি আবেদন।

‎অনুপস্থিত: ২ জন আপিলকারী।

‎‎তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‎ভোটার পরিসংখ্যান

ইসি প্রকাশিত ৩০০ আসনভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী:

‎মোট ভোটার: ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

‎পুরুষ ভোটার: ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন।

‎নারী ভোটার: ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন।

‎তৃতীয় লিঙ্গ: ১ হাজার ২৩৪ জন।

‎উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর