Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিইসির সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক বিকেলে

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪৭

সিইসি এ এম এম নাসির উদ্দিন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‎জানা গেছে, সাম্প্রতিক কিছু নির্বাচনী অনিয়ম ও অভিযোগ নিয়ে সিইসির সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন বিএনপি মহাসচিব।

এর আগে, গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের কাছে অভিযোগ করেছিল, পোস্টাল ব্যালট প্রস্তুত ও বিতরণে ত্রুটি থাকায় দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

‎আজকের বৈঠকে প্রধানত যেসব বিষয়ে আলোচনা হতে পারে-

  • ‎পোস্টাল ব্যালট: প্রবাসীদের ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
  • আচরণবিধি: ভোটার স্লিপ বিতরণ সংক্রান্ত জটিলতা ও আচরণবিধি সংশোধন।
  • কর্মকর্তাদের ভূমিকা: বিভিন্ন জায়গায় রিটার্নিং কর্মকর্তাদের ‘পক্ষপাতমূলক’ আচরণের প্রতিকার।
  • ‎সুষ্ঠু পরিবেশ: নির্বাচনের সার্বিক পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিএনপি মহাসচিবের এটিই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

ইসিতে শেষ দিনের আপিল শুনানি চলছে
১৮ জানুয়ারি ২০২৬ ১১:৪১

আরো

সম্পর্কিত খবর