রংপুর: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং ভোটার—সব মেজর স্টেকহোল্ডারই সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, ‘দীর্ঘদিন পর সুষ্ঠু ভোটের সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং রাজনীতিবিদরাও নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন।’
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সাড়ে সোয়া ৭টায় রংপুরে দুই দিনের সফরে এসে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচিতে অংশ নিয়ে রংপুর জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নির্বাচনের সবচেয়ে বড় স্টেকহোল্ডার রাজনৈতিক দল ও ভোটাররাও প্রস্তুত। বহু বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, একইসঙ্গে রাজনীতিবিদরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছেন। রাজনৈতিক দল, জনগণ, সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন—সব মেজর স্টেকহোল্ডার যখন প্রস্তুত, তখন অবশ্যই দেশ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘এ সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়। এ সরকার হলো গণঅভ্যুত্থানের সরকার। তত্ত্বাবধায়ক সরকারের জন্য আইন, আইনি কাঠামো ছিল এবং তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল তিন মাসের জন্য। নির্বাচন করে তারা কোনোরকম নীতিগত বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারতো না এবং তারা তিন মাস পরেই বিদায় নিত।’
তিনি আরও বলেন, ‘‘এ সরকার এসেছে কতগুলো অগ্রাধিকারের ভিত্তিতে—নির্বাচন, সংস্কার এবং বিচার। এ সংস্কার করার জন্য তারা ১১টা সংস্কার কমিশন গঠন করেছে। তাই সরকার এ সংস্কার করার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং তাই তারা এ সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে।”